Date:

বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না।

দেশ বিদেশে ঘুরার কার না শখ।একটু সময় পেলে কিংবা অফিসে একটু ছুটি বা অবসরে সবাই ছুটে যেতে চায় প্রিয় স্থানে।কেউবা এসবের তোয়াক্কা না করেই ঘুরাঘুরিটাকে ঠিকি উপভোগ করেন।তেমনি ভ্রমন প্রিয় মানুষদের নিয়ে আজকের পর্বে দেশ-বিদেশ।বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে আপনি ঘুরতে যেতে চাইলে ভিসার দরকার পড়বে না।ওই দেশগুলোর এয়ারপোর্টে নেমে আপনি আপনার কাংঙ্খিত ভিসাটি সঙ্গে সঙ্গেই হাতে পেয়ে যাবেন।আর এই ভিসার জন্য আগে থেকে আবেদন করতে হবে না। বর্তমানে পৃথিবীতে এমন অবাক করা ৫৭টি দেশ রয়েছে।

যেসব দেশে যেতে ভিসা লাগবে না :
ভুটান(Bhutan), ইকুয়েডর(Ecuador), এল সালভাদর(EL Salvador), ফিজি(Fiji), গ্রেনাডা()Grenada, হাইতি(Haiti), জামাইকা(Jamaica), মরিশাস(Mauritius), মাইক্রোনেশিয়া(Micronesia), নেপাল(Nepal), সেন্ট কিটস এন্ড নেভিস(Saint Kitts and Nevis), সেন্ট ভিনসেন্ট এন্ড দ্য গ্রেনাদিনেস(Saint Vincent and the Grenadines), ত্রিনিদাদ এন্ড টোবাগো(Trinidad and Tobago), ভ্যানুয়াতু(Vanuatu), হং কং(Hong Kong), দক্ষিণ কোরিয়া(South Korea), মেসিডোনিয়া(Macedonia), টার্কিস এন্ড কাইকোস আইল্যান্ড(Turks and Caicos Island), মন্টসেরাত(Montserrat), শালবর্ড(Chalkboard)।
যেসব দেশে ই-ভিসা লাগে :
জিম্বাবুয়ে, জাম্বিয়া, সাও তামি এন্ড প্রিনসিপি, রাওয়ান্ডা, মিয়ানমার, মলদোভা, কেনিয়া, জর্জিয়া, গ্যাবন, কটে দিলভোরি, বাহরাইন।
 
Zimbabwe, Zambia, Sao Tome and Principe, Rwanda, Myanmar, Moldova, Kenya, Georgia, Gabon, Kate Dilvori, Bahrain.


যে সব দেশে এয়ারপোর্ট থেকে ভিসা মিলে:
বলিভিয়া, কম্বোডিয়া, ক্যাপে ভারদে, কমোরস, জিবুটি, ডোমিনিয়া, ইথিওপিয়া, গিনি-বিসাউ, গুয়ানা, ইন্দোনেশিয়া, জর্ডন, লাওস, মাদাগাসকার, মালডিভস, মরিতানিয়া, পালাউ, সেন্ট লুসিয়া, সেনেগাল, সেচেলিস, সোমালিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, টিমোর লেসতে, তুভালু, উগান্ডা, অ্যান্টার্কটিকা

Guinea-Bissau, Guinea, Indonesia, Jordan, Laos, Madagascar, Maldives, Mauritania, Palau, Saint Lucia, Senegal, Seychelles, Somalia, Tanzania, Thailand, Togo, Bolivia, Cambodia, Cape Verde, Comoros, Djibouti, Timor Leste, Tuvalu, Uganda, Antarctica


পারমিট লাগে যে সব দেশের:


শ্রীলঙ্কা ও সামোয়া।Sri Lanka and Samoa


এখানের মধ্যে যে দেশটি আপনার পছন্দ সেখানে আপনার প্রিয় জন বন্ধু-বান্ধবকে নিয়ে উড়াল দিতে পারেন।ঘুরে আসতে পারেন আপনার পছন্দের দেশ থেকে। 
Share:

ADD CODE

Hello

No comments:

Post a Comment

add code

জেনে নিন আমাদের সমাজের ২৪৪ টি কুসংস্কার ।

১) বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাত উঠে। ২) খাওয়ার সময় সালাম দেয়া-নেয়া যাবে না। ৩) কাউকে ...

Categories

Add Code