রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় ৪ জন ছাত্র/ছাত্রী নিহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ৪ জনই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
''ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন''
জানা গেছে, বিমানবন্দর মহাসড়কে বাসের জন্য দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এসময় জাবালে নূর পরিবহনের একটি দ্রুতগামী বাস চালক তাদের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
''ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন''
![]() |
ঘটনা স্থলে নিহত দুজন ছাত্রছাত্রীর ছবি। |
দিন দিন এরা ভয়ংকর হয়ে উঠছে , এই দানবেরা কোন নিয়ম কানুনের তোয়াক্কা করেনা।এদের এমন বেপরোয়া যেন মানুষ গিলে খেতেই নেমেছে সড়কে।বাসা থেকে বের হয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবো কিনা তার কোন নিশ্চয়তা নেই । প্রতিদিনই চোখের সামনে কাউকে না কাউকে এই দানবদের হাতে শিকার হয়ে দেখছি।এদের নাকি ক্ষমতা অনেক কিছু বলা যাবে না, আইনের আওতায় আনা যাবে না, তাহলে যে পুরো শহরটাই অচল করে দিবে।
এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে রাখতে হচ্ছে ট্রাফিক ব্যবস্থাকেও । পথ চলাচলকারী কন বাহনের উপরই আসলে ট্রাফিক বিভাগের কোন নিয়ন্ত্রণ নাই। রোড ট্রান্সপোর্ট অথোরিটিও বিধিরাম সর্দার।ট্রাফিক বিভাগ ঢাকার রাস্তার জন্য পৃথক লেন বাস থামানোর জায়গা, বাসের গতি , বাস রুট, গাড়ি পার্কিং এর নিয়ম নীতি কোন কিছুই বাস্তবায়ন করতে পারিনি।
![]() |
দুর্ঘটনা ঘটে জাবালে নূর বাসে। |
প্রতিদিন মানুষ মরছে অপঘাতে , আহত হয়ে পঙ্গু হয়ে জীবন যাপন করে বেঁচে থাকছে কেউ কেউ।আমরা অপঘাতে মৃত্যুটাকে খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে শিখে যাচ্ছি।আহত হলে উঠে দাঁড়িয়ে বলতে শিখছি "ইস" একটুর জন্য বেঁচে গেলাম ।এভাবে আজ আমরা সব কিছুর দায়ি বানাচ্ছি ভাগ্যকে।চোখ বুঝেই ভাল থাকার চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত , প্রতিদিন ঘুম থেকে উঠে একরাশ হতাশা নিয়ে বলি 'আহা শহরজীবন' ।কখনো কি ভেবে দেখেছেন আমরা এক অপূর্ব মৃত্যুপুরীতে বাস করছি।আমাদের এই উদাসীনতা আইন ভাঙার অভ্যাস , আমাদের অবৈধ নীতিকে প্রশ্রয় দেয়ার অভ্যাস অন্যায় দেখেও না দেখার অভ্যাস গড়ে উঠছে।আমরা অন্যায়ের প্রতিবাদ করার শক্তি কি টুকু যেন হারিয়ে ফেলেছি।আমরা যেন "স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন" এই প্রবাদের গোলোকধাদার ঘোরে সবাই।
![]() |
জনতা আগুন লাগিয়ে দেয়া বাস। |
এদিকে ঘটনার প্রতিবাদে কিছু উত্তেজিত লোকজন রাস্তায় একটি গাড়িতে আগুন লাগিয়ে দিলে গাড়িটি পুড়ে যায়।
No comments:
Post a Comment