Date:

গ্যাস্ট্রিক কি জেনে নিন।

একটা অ্যাড ছিল বেশকিছু দিন আগে। এক ভদ্রলোক শিঙাড়া খেল আর পেট ফুলে শার্টের বোতাম খুলে গেল! ব্যাপারটা কিন্তু কিছুটা বাস্তব। সমস্যা হচ্ছে আমাদের দেশে এই পেট ফুলে যাওয়ার সমস্যাকে সাধারণ মানুষ গ্যাস্ট্রিক বলে।আসলে এই গ্যাস্ট্রিক শুধু পেট ফোলাতেই সীমাবদ্ধ নয়। ের কারণে বর্তমানে নানা জটিল থেকে জটিলতর রোগ ব্যাধি শরীরে বাসা বাধে। 
সাধারণত গ্যাস্ট্রিকের কিছু লক্ষণঃ
গ্যাস্ট্রাইটিস কিংবা গ্যাস্টিক আলসার কি?
সাধারণত নাভির ওপরে পেটে ব্যথা হবে।
খালি পেটে কিনবা ভোররাতের দিকে ব্যথা তীব্র হয়।
গলা-বুক-পেট জ্বলে, টক ঢেকুর ওঠে।
ঝাল-তেল-মসলাজাতীয় খাবারে ঝামেলা বেশি করে।
বর্তমানে গ্যাস্ট্রিক এমন আকার ধারন করেছে যে, মানুষ মনে করে পেটে ব্যথা মানেই গ্যাস্ট্রিক। তাই যে কোনো কারণেই পেটের সমস্যা হোক না কেন Seclo,Loscetil,Maxpro,Sergel,Pantonix,Esotid,PPI,Nuprazol,Probitor ইত্যাদি ওষুধ খাও। 
খাবার আগে ওষুধ খাবার পরে ওষুধ।তুলনামূলক ভাবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেশী ওষুধ সেবন করে থাকে।

আমি দেখেছি, প্রস্রাবের ইনফেকশনের জন্য তলপেটে ব্যথা তার জন্য আন্টি আলসারেন্ট খাচ্ছে!কিংবা, ডিসপেনসারিতে গেলে এক গাদা ওষুধ ধরে দেয়া হয়।এটা আমাদের দেশের নিয়ম।
যাই হোক শুরু করেছিলাম পেট ফোলা নিয়ে। আমাদের দেশে ৭০-৮০ শতাংশ মানুষ যে কারণে অপ্রয়োজনীয় গ্যাস্ট্রিকের ওষুধ খায় সেই সম্যসা হচ্ছে।
একটু খাবার খেলে পেট ভরা ভরা লাগে, অস্বস্তি লাগে , ক্ষুদা লাগে না। এক বেলা খেলেই মনে হয় ১ সপ্তাহের খাওয়া খেয়ে ফেলেছে। পেট ফুলে যায়। অনেকের তো ঢোল হয়ে যায়।
শব্দ করে ডেকুর হয়। গ্যাস বের হয় মুখ দিয়ে ও পায়ুপথ দিয়ে। অনেকের গ্যাস ওপরের দিকে চাপ দেয়; বুক ধড়ফড় করে ওঠে! এমনকি অনেকের শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হয়!
দুধ কিনবা দুধের তৈরি খাবার (সেমাই, কাস্টার্ড, আইসক্রিম ইত্যাদি), আটা দিয়ে তৈরি খাবার (পরোটা, কেক, শিঙাড়া, পাউরুটি ইত্যাদি) আর মশুরের ডাল ইত্যাদি ভাল ভাল খাবার খেলে সমস্যা বাড়ে। দারুন সমস্যা।
আসলে ওপরের কোনো লক্ষণই আমাদের ভাষায় প্রচলিত গ্যাস্ট্রিক না। এখানে পেটে গ্যাস তৈরি হয় বেশি। এসব ক্ষেত্রে Omeprazole , Esomeprazole , lansoprazole , Rabeprazole এর কোনো ভূমিকা নেই।
অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় গ্যাস্ট্রিকের ওষুধের কুফল?
যারা প্রয়োজন ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন দিনের পর দিন তাদের ভবিষ্যতে আয়রন, ভিটামিন, ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেবে। এমনকি হাড় ক্ষয়, অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার প্রবণতা সেই সঙ্গে শরীরে কিছু রোগজীবাণু প্রবেশের সক্ষমতা বেড়ে যাবে। এমনকি কিডনিতে মারাত্মক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
নিজের রোগ সম্পর্কে জানুন। ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। প্রয়োজন ছাড়া ওষুধ খাওয়া পরিহার করুন।খাবারে নিয়মিত ও সচেতন হন তাহলে এমন সমসসার হাত থেকে সহজেই মুক্তি লাভ করা সম্ভব।সুস্থ থাকুন।
লেখক: ডা. কামরুজ্জামান চৌধুরী, লেকচারার, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ

Share:

আরোও দুই দিনের রিমান্ড বাড়লো নওশাবা আহমেদের।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের দুই দিনের রিমান্ড বাড়িয়েছে।
শুক্রবার (১০ আগস্ট) চার দিনের রিমান্ড শেষে নওশাবাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় র‌্যাবের তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অভিনেত্রী নওশাবাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে র‌্যাব তার বিরুদ্ধে এ মামলা করে।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে দুর্বৃত্তের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ফেসবুক লাইভে হাজির হন ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের অভিনেত্রী কাজী নওশাবা। সে সময় ফেসবুক লাইভে ওই ঘটনায় চারজন নিহত ও চারজন ধর্ষণের ঘটনার কথা তুলে ধরে সেখানে যারা আটকে আছেন তাদের বাঁচানোর অনুরোধ করেন তিনি।
তবে ওই ঘটনার সত্যতা পাওয়া যায়নি। পরে জানা যায় মৃত্যুর খবরটি গুজব। নওশাবার লাইভ দেখে অনেকেই মনে করেন এ অভিনেত্রী ঘটনা স্থলের আশপাশে থেকেই লাইভে এসেছেন। তার লাইভে আসার ভিডিওটি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়।

Share:

ছেলেটির নাম বাংলাদেশ।

ছেলেটার নাম জানা যায় নি আজ অবধি।খুঁজে পাওয়া যাইনি কোন পরিচয়। ১৯৬৯ এর গণ-অভ্যুত্থানের মিছিল চলছে। হঠাৎ একটা মিছিলের সামনে চলে আসে ও। পরে ওকে সামনে রেখেই মিছিল যায়। এক সাংবাদিক এই ছবি তোলার পরে রিল টানতে গিয়ে হঠাৎ বিকট গুলির শব্দ হয়। চেয়ে দেখে ছেলেটার বুক ঝাঁজরা করে দিয়েছে মিলিটারি। ওর ২য় ছবি আর তোলা হয় নি। বাঙলার ইতিহাসে এমনি কিছু ঘটনা আছে যা পড়লে বা শুনলে চোখ জলে ভিজে যায়।  
সুত্রঃ রাসিদ তালুকদার, তৎকালীন ফটোসাংবাদিক
৩০ লক্ষ গল্পের একটি মাত্র গল্প এটি!এসব বীরদের বীরত্ত্বের কথা আমরা কেউ মনে রাখিনা,আমরা শুধু মনে রাখি নিজের স্বার্থের কথা,নিজের প্রতিপত্তের কথা, দেশের স্বার্থ আমাদের কাছে কিছুই নয়।দেশ রসাতলে যাক,আমি বাঁচলেই বড় কথা।কিন্তু এই বীরসেনা কখনো তা ভাবেনি।
স্যালুট আর শ্রদ্ধা শুধু তার জন্য। আজ থেকে তার নাম বাংলাদেশ।
Share:

সুবর্ণ আইজ্যাক বারী প্রধানমন্ত্রী হাসিনার সাথে মিটিং বাতিল করলেন!

শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে বাঁধা হওয়ায়, সুবর্ণ আইজ্যাক বারী প্রধানমন্ত্রী হাসিনার সাথে মিটিং বাতিল করলেন!
প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আপনার দুইজন প্রতিনিধি, সচিব ড. সামিয়া ইসরাত রনি এবং সচিব আল মামুন আমার সাথে দেখা করতে চেয়েছিলেন বৈঠক করার জন্য! আমি সাধারণত মানুষের সাথে দেখা করি না কারণ একটি গণিত সমস্যার সমাধান করা মানুষের সাথে সাক্ষাৎ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ! কিন্তু আমি আপনার উভয় সচিবকে আমার বাড়িতে আসার অনুমতি দিয়েছিলাম! আমি তাদের শর্ত দিলাম: তাদেরকে আমার সাথে গণিত সমাধান করতে হবে। তারা মেনে নিলেন! অবশেষে, আমি তাদের বলেছিলাম, হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করব।

কেন আমি "হ্যাঁ" বলেছি?
আমি গণিত পছন্দ করি কারণ এটি বিজ্ঞানের ভাষা।
আপনি গণিতের প্রেমে পড়া মানে পুরা জাতি,অর্থাৎ ১৬০ মিলিয়ন বাঙালি, গণিতের সাথে প্রেমে পড়া! এই কারণে, আমি আপনার দুই সচিবকে বলেছিলাম যে আমি আপনার সাথে দেখা করব! দুর্ভাগ্যবশত, আমি আর আপনার সাথে দেখা করতে চাই না।
সুবর্ণ আইজ্যাক বারী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে চিঠিতে তার কথা লিখেন।
সুবর্ণর চিঠি শেখ হাসিনার প্রতি।
রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান ওয়ালা বাগ হত্যাকান্ডের প্রতিবাদে নাইটহুড গ্রহণ করতে অস্বীকার করেন। সড়ক নিরাপত্তা প্রতিবাদের বিরুদ্ধে পুলিশের আর ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার কারনে আমি আপনার সাথে আমার মিটিং বাতিল করলাম!
সুবর্ণ আইজ্যাক
কলাম্বিয়া ইউনিভার্সিটি
আগস্ট ৭, ২০১৮

Share:

যুক্তরাষ্ট্রে থেকেই যাবেন মাশরাফি ।

টি টুয়েন্টি ক্রিকেটে বড় কিংবা ছোট দল বলে কিছু নেই। এই ফরম্যাটের ক্রিকেটে যেকোনো মুহূর্তেই যে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে সেটি অনেকবারই প্রত্যক্ষ করেছে বিশ্ব ক্রিকেট।

বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজে হারিয়ে আরো একবার যেন সেটাই প্রমাণ করলো এই ফরম্যাটের ‘ছোট’ দল বাংলাদেশ।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এর ধারাবাহিকতা ক্রিকেটের আধুনিক সংস্করণেও বজায় রাখতে সক্ষম হয়েছে টাইগাররা।

সফল একটি সিরিজ শেষে এবার দেশে ফেরার প্রতীক্ষায় আছে টিম টাইগার্স। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ই অগাস্ট সকাল সাড়ে আটটায় দেশের পথে যাত্রা করবে বাংলাদেশ দল।

তবে দলের বেশিরভাগ সদস্য এদিন রওয়ানা দিলেও যুক্তরাষ্ট্রেই থেকে যাবেন ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। মূলত পারিবারিক কারণেই ১৪ তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি বলে জানা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার সম্ভাবনা আছে টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের।

কেননা আগামী ৮ই আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) আসরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের হয়ে খেলার কথা রয়েছে তাঁর।

এবারের সিপিএলে খেলার কথা ছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। কিন্তু এরই মধ্যে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

জ্যামাইকা তালাওয়াসের হয়ে গত দুই আসরে খেলা সাকিবকে এবার দলে নিয়েছিলো বার্বাডোজ ট্রাইডেন্টস।

Share:

রাষ্ট্র বাঁচাবো , নাকি ফেইজবুক বাঁচাবো -মস্তোফা জব্বার।

রাষ্ট্রের স্বার্থে ফেসবুক নিয়ন্ত্রণের কথা বলেছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বলেন, মানুষের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনে প্রযুক্তির নিয়ন্ত্রণ করবে সরকার। এক্ষেত্রে কোনো আপোষ করার সুযোগ নেই।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে, এশিয়া-প্যাসিফিক রেগুলেটরি কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদকিদের এসব কথা বলেন।
মোস্তফা জব্বার বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করলে প্রযুক্তির দিকে তাকিয়ে থাকার সুযোগ নেই। ফেসবুক রাষ্ট্রকে বিপন্ন করে ফেললে রাষ্ট্র বাঁচাবো না ফেসবুক বাঁচাবো? তখন বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতে হবে।
ফেসবুকে নানা ধরনের গুজব প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা চাইলেও ফেসবুকের কোনো কন্টেন্ট ফিল্টারিং করতে পারি না। এ বিষয়ে আমাদের ফেসবুকের কাছে অনুরোধ করতে হয়। তারা আমাদের কিছু অনুরোধ রাখেন। কেননা, ফেসবুক তাদের আমেরিকান স্ট্যান্ডার্ড এবং সে দেশের আইন অনুযায়ী চলে। তবে, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়ন করছে। এটা পুরোপুরি বাস্তবায়ন হলে ফেসবুকের অনাকাঙ্ক্ষিত কন্টেন্টগুলো বন্ধ করা যাবে।
যমুনা অনলাইন: টিএফ
Share:

হামলায় ছাত্রলীগ জড়িত ছিল প্রমাণ দিন,আমি বিচার করব -ওবাইদুল কাদের।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন হামলায় ছাত্রলীগের জড়িত থাকার প্রমাণ দিন, আমি বিচার করবো বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একটি পেপার কাটিং দেখিয়ে ওবায়দুল কাদের বলেন, এখানকার দুই যুবকের একজন হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সাংবাদিকদের ওপর হামলায় এই লোকগুলোও তো জড়িত থাকতে পারে।
এই আন্দোলনে অনুপ্রবেশ ঘটেছে দাবি করে তিনি বলেন, এই মুহূর্তে কোনও আন্দোলনকারী নেই। যখনই আমীর খসরু মাহমুদ চৌধুরীর উসকানিমূলক বক্তব্যকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে সমর্থন করেছেন, তখনই এটি দিবালোকের মতো সত্য হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রছাত্রীদের অরাজনৈতিক আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি নোংরা রাজনীতি করেছে। বিএনপি সরকার হটানোর আন্দোলন করছে, এটি এখন পরিষ্কার।
তিনি বলেন, গতকালের যে আন্দোলন, তা ছাত্রছাত্রীদের ছিল না। আমীর খসরু মাহমুদ চৌধুরীর আহ্বানে সারাদেশ থেকে বিএনপি-জামায়াতের ক্যাডাররা ঢাকায় আসে। শিবির-ছাত্রদলের ক্যাডাররা অস্ত্র নিয়ে শাহবাগ থেকে সাইন্সল্যাব পর্যন্ত পরে সেখান থেকে বিজিবি গেটে আসে। তাদের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগ কার্যালয় হামলা করা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি না যে সাধারণ শিক্ষার্থীরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে। কোমলমতি শিক্ষার্থীদের কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করারও কোনও এজেন্ডা নেই তাদের।
তিনি বলেন, প্রস্তাবিত সড়ক পরিবহন আইনটি সংসদীয় কমিটিতে উত্থাপিত হবে, সেখান থেকে যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে উত্থাপিত হবে। সব অংশীজনের সঙ্গে আলোচনা করে আইনটি জাতীয় সংসদে পাশ করা হবে। এই আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ শাস্তির যে কথা বলা হয়েছে, সেটি অপরাধের মাত্রার ওপর নির্ভর করবে।
তিনি আরও বলেন, পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক, মৃত্যুদণ্ডের বিধান থাকবে। কেউ যদি হত্যার উদ্দেশে দুর্ঘটনা ঘটায় এবং তা তদন্তে প্রমাণিত হয়, তাহলে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর হবে। রাজধানীর বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর ক্ষেত্রে ৩০২ ধারার বিধান প্রযোজ্য হতে পারে বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন আগামী শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকাসহ সারা দেশের বিআরটিএ’র প্রতিষ্ঠানগুলোয় লাইসেন্স প্রদান ও নবায়ন, গাড়ির ফিটনেস প্রদান ও নবায়ন কার্যক্রম প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চালু থাকবে। বিশেষ পরিস্থিতিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই কর্মসূচি গ্রহণ করেছে।
Share:

Hello

add code

জেনে নিন আমাদের সমাজের ২৪৪ টি কুসংস্কার ।

১) বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাত উঠে। ২) খাওয়ার সময় সালাম দেয়া-নেয়া যাবে না। ৩) কাউকে ...

Categories

Add Code