Date:

ছেলেটির নাম বাংলাদেশ।

ছেলেটার নাম জানা যায় নি আজ অবধি।খুঁজে পাওয়া যাইনি কোন পরিচয়। ১৯৬৯ এর গণ-অভ্যুত্থানের মিছিল চলছে। হঠাৎ একটা মিছিলের সামনে চলে আসে ও। পরে ওকে সামনে রেখেই মিছিল যায়। এক সাংবাদিক এই ছবি তোলার পরে রিল টানতে গিয়ে হঠাৎ বিকট গুলির শব্দ হয়। চেয়ে দেখে ছেলেটার বুক ঝাঁজরা করে দিয়েছে মিলিটারি। ওর ২য় ছবি আর তোলা হয় নি। বাঙলার ইতিহাসে এমনি কিছু ঘটনা আছে যা পড়লে বা শুনলে চোখ জলে ভিজে যায়।  
সুত্রঃ রাসিদ তালুকদার, তৎকালীন ফটোসাংবাদিক
৩০ লক্ষ গল্পের একটি মাত্র গল্প এটি!এসব বীরদের বীরত্ত্বের কথা আমরা কেউ মনে রাখিনা,আমরা শুধু মনে রাখি নিজের স্বার্থের কথা,নিজের প্রতিপত্তের কথা, দেশের স্বার্থ আমাদের কাছে কিছুই নয়।দেশ রসাতলে যাক,আমি বাঁচলেই বড় কথা।কিন্তু এই বীরসেনা কখনো তা ভাবেনি।
স্যালুট আর শ্রদ্ধা শুধু তার জন্য। আজ থেকে তার নাম বাংলাদেশ।
Share:

ADD CODE

Hello

No comments:

Post a Comment

add code

জেনে নিন আমাদের সমাজের ২৪৪ টি কুসংস্কার ।

১) বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাত উঠে। ২) খাওয়ার সময় সালাম দেয়া-নেয়া যাবে না। ৩) কাউকে ...

Categories

Add Code