Date:

ইসলামে ছেলেদের ক্ষেত্রে স্ত্রী নির্বাচন আর মেয়েদের ক্ষেত্রে স্বামী নির্বাচন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ


আজকে তেমনি কিছু কথা ইনলামিক রেফারেঞ্চ সহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ্‌। 

মনে রাখবেন!একজন স্ত্রী মানে আপনার জীবন সঙ্গিনী , আপনার ঘরের রানী , আপনার হৃদয়ের প্রশান্তিদানকারিণী, সন্তানের জননী ও পরকালের কাজের উৎসাহ দানকারিণী। তাই স্ত্রী হিসেবে কাকে মনোনীত করছেন,তা খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি বিষয়।এখন আপনি যদি পুণ্যবতী দ্বীনদার স্ত্রী নির্বাচন করতে ভুল করেন তাহলে আপনি পারিবারিক জীবনে দুঃখ ও হতাশার মধ্যে পরে যাবেন।যা জীবনকে খুবই মারাক্তক ভাবে প্রভাবিত করে। তাই স্ত্রী নির্বাচনে যেমন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করা আপনার জন্য ফিতনার কারণ হতে পারে তা জেনে নেয়া এবং  এর মর্ম  উপলদ্ধি করা আপনার জন্য আবশ্যক। 


যেমন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করা করার আগে ২য় বার চিন্তা করে দেখা উচিত ,
১। পর্দাহীন নারী (মাহরাম , গাইর-মাহরামের ধারণা নেই এমন)
২। ঝগড়াটে 
৩। গীবতকারিণী 
৪। চোগলখোরিনি 
৫। ছবি তোলা , মূর্তি ভাস্কর্য ইত্যাদির প্রতি আকৃষ্ট নারী
৬। হিংসুটে নারী
৭। অভিশাপকারিণী
৮। প্রেম,অবাধবিচরণকারিণী অর্থাৎ  ব্যভিচারিণী
৯। নগ্ন-অর্ধনগ্ন পোশাক পরিহিতা
১০। সালাত পরিত্যাগকারি
১১। অতিরিক্ত বিলাসিনী
১২। বাধ্যযন্ত্র ও গানবাজনা শুনতে অভ্যস্ত নারী
১৩। অতিআরাম প্রিয় ও ঘুমকাতর নারী। 

পরিশেষে ভাইদের বলতে চাই ভাল মানুষের সাথে ভাল মানুষের মিল হয়। তাই ভাল স্ত্রী পেতে চাইলে আপনাকেও ভাল হওয়া অবশ্যই জরুরী।যেমন পবিত্র কোরআনের সূরা আন-নূর এর ২৬ নং আয়াতে উল্লেখ করে মহান আল্লাহ্‌  বলেন...

ٱلْخَبِيثَٰتُ لِلْخَبِيثِينَ وَٱلْخَبِيثُونَ لِلْخَبِيثَٰتِ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِ أُو۟لَٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ

উচ্চারণঃ আলখাবীছা-তুলিলখাবীছীনা ওয়াল খাবীছূনা লিলখাবীছা-তি ওয়াততাইয়িবা-তু লিততাইয়িবীনা ওয়াততাইয়িবূনা লিততাইয়িবা-ত উলাইকা মুবাররাঊনা মিম্মাইয়াকূলূনা লাহুম মাগরিফাতুওঁ ওয়ারিঝকুন কারীম।

অর্থঃ দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্যে। সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্যে। তাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীন। তাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। 

তাই ভাল স্ত্রী পেতে হলে আপনাকেও ভাল হওয়ার বিকল্প কিছু নাই।তার জন্য আমাদের প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করা জরুরী। 
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণঃ রাব্বানা-হাবলানা-মিন আঝওয়া-জিনা-ওয়া যুররিইইয়া-তিনা কুররাতা আ‘ইউনিওঁ ওয়াজ‘আলনা-লিলমুত্তাকীনা ইমা-মা-।

অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর। 

আলহামদুলিল্লাহ্‌।
Share:

ADD CODE

Hello

No comments:

Post a Comment

add code

জেনে নিন আমাদের সমাজের ২৪৪ টি কুসংস্কার ।

১) বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাত উঠে। ২) খাওয়ার সময় সালাম দেয়া-নেয়া যাবে না। ৩) কাউকে ...

Categories

Add Code