সম্প্রতি ফেইজবুক সহ বিভিন্ন গন মাধ্যমে বিটিভির ফকির মিসকিন সম্পর্কিত একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে । তাতে প্রধান বিষয় ছিল অর্থাৎ বুঝানো হয়েছে বাংলাদেশে কোন ফকির মিসকিন নাই।বিটিভির এমন প্রকাশনায় দেশের দারিদ্র্যসীমার নিচে ও চরম দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের মনে আঘাতের ঝর বইছে। কিছু দিন আগে আমাদের দেশে দারিদ্রসীমার নিছে বাস করত শতকরা ৩৪ জন এখন তা কমে ২২ জনে এসেছে।আর চরম দারিদ্রসীমার নিচে বাস করত শতকরা ২২ জন বর্তমানে তা কমেছে ১২ জনে।২০১৮ ের এই পরিসংখ্যান স্পষ্ট বলে দিচ্ছে আমরা এখনো দারিদ্র্য ও চরম দারিদ্র্য সীমার নিচে বাস করি সেখানে এমন ডকুমেন্টারি প্রকাশনা অযুক্তিক বলে মনে করছেন অনেকেই।এনিয়ে শুরু হয়েছে নানান ট্রল যা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইজবুকে চড়িয়ে পরছে আর তাতে দেশের ভাবমূর্তি খুন্ন হচ্ছে ।এনিয়ে এক জরীপ চালায় চ্যানেল ধাকার প্রতিনিধি দল। জরীপে উঠে আসে কিছু ভয়ঙ্কর তথ্য।উল্লেখ্য যে,বিটিভির এই শর্ট ফিল্ম টা নাকি নোয়াখালীতে স্যুট করা হয়েছিলো।এরই ভিত্তিতে বুঝা যায় দেশের সবচেয়ে বেশি পরিমাণে ফকীর মিসকিন আছে নোয়াখালীতে ।গোপন সুত্রে জানা যায়,দারিদ্রতা নয় ভিক্ষাবৃত্তি নাকি তাদের পারিবারিক কালচার যা বজায় রাখতে তারা এই কাজ করে থাকেন।পৃথিবীর মোট ফকীর মিসকিনের শতকরা ৭৫ ভাগই নাকি নায়াখালীর।
Hello





No comments:
Post a Comment