Date:

ইতিহাসের সেরা প্রেম কাহিনী।

চীনে,অনেক দিন আগের কথা।সময়টা ঠিক দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে।একবার এক ছেলে তার চেয়ে ঠিক সতের বছর বড় এক মহিলার প্রেমে পড়ে।সেই মহিলার এক সন্তানও ছিল।কিন্তু ছেলেটি সেই মহিলার প্রেমে এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে,মহিলা ও একটু একটু করে ছেলেটার প্রেমে পরে যায়।এক সময় তারা দুজনে বিয়েও করে ফেলে।পরে চীনা সমাজ এই ব্যাপারটা যেনে যায়।তৎকালীন চীনা সমাজে বহু বিবাহ বা এমন বিবাহ অপরাধের চোখে দেখা হতো।তার পর থেকে শুরু হয় তাদের যত দুর্দশা।চীনা সমাজ তাদের মেনে নিল না।তাদেরকে সমাজ থেকে বের করে দেয়া হয়।তারা কোন উপায় না পেয়ে দুজন ও মহিলাটির সেই ছোট্ট সন্তানকে নিয়ে এক জংগলের মধ্যে অনেক উঁচু একটা পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়।সেখানে তাদের কাছে কোন খাবার কিছুই ছিল না।ছিল শুধু  একটা হারিকেন আর কিছু কেরাসিন তেল।আর সেটাই ছিল তাদের এক মাত্র হাতিয়ার, হিংস্র জানোয়ার থেকে রক্ষা পাবার অস্ত্র।সেই জংগলে কেউ কখন যেত না।পুরো জঙ্গল জুড়ে তারা তিনজন মাত্র।তাদের দিন গুলো অনেক কষ্টে পার হতো।তাদের একমাত্র সন্তান ও সেই মহিলাকে রেখে ছেলেটা প্রতিদিন সকালে খাবারের খোঁজে বের হতো।মাঝে মাঝে মহিলাটিও যেত।গাছের কচি লতা পাতা খেয়ে কোন মতে তাদের জীবন চলত। কিন্তু ছেলেটি একদিন লক্ষ করল তার প্রিয়তম স্ত্রীর সেখান থেকে উঠা নামা করতে অনেক কষ্ট হয়।তাই ভেবে ছেলেটি তার স্ত্রীর জন্য সিঁড়ী কাঁটা শুরু করে।তার পর তাদের জীবন এভাবেই চলতে থাকে।তারপর অনেক দিন পর একবার এক চীনা প্রত্নতাত্ত্বিক দল সেই জংগলের সেই পাহাড়ে যায় গবেষণার কাজে।এক সময় তারা সেই পাহাড়ের সিঁড়ী অবিস্কার করে।প্রত্নতাত্ত্বিক দলটি অনেক গুলো সিঁড়ী দেখে আগ্রহী হয়ে তারা গুনে দ্যাখে সেখানে প্রায় ছয় হাজার সিঁড়ী ছিলো।ছেলেটি তার স্ত্রিকে এতটাই ভালবেসেছিল যে,তার স্ত্রীর যেন কোন কষ্ট না সে জন্য একে একে ছয় হাজার সিঁড়ী কেটে রেখেছিল।তখন চীনা সমাজ তাদের মূল্য দেয়নি ।আজ তাদের অস্তিত্ব নেই কিন্তু আজও তাদের ভালবাসা চীনের ইতিহাস হয়ে বেঁচে আছে।ভালোবাসা স্থান, কাল কিংবা বয়স ভেদে হয়না।ভালোবাসা আন্তরিক বিষয়।পৃথিবীতে সত্যিকার ভালোবাসা গুলো কখনও মরে না।
Share:

ADD CODE

Hello

No comments:

Post a Comment

add code

জেনে নিন আমাদের সমাজের ২৪৪ টি কুসংস্কার ।

১) বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাত উঠে। ২) খাওয়ার সময় সালাম দেয়া-নেয়া যাবে না। ৩) কাউকে ...

Categories

Add Code